এখন থেকে আর যে কোনো লিপস্টিক নয়, বেছে নিন নিজের জন্য সঠিকটি!!!
মেয়েদের সাজের মধ্যে অন্যতম জিনিস হলো লিপস্টিক। আমরা সবসময়ই পোশাক এবং মেইকআপের সঙ্গে মানিয়ে লিপস্টিক বাছাইয়ের দিকটি খেয়াল রাখলেও ত্বকের রংয়ের সঙ্গে কোন রংটি মানাচ্ছে সেদিকে খেয়াল রাখি না। গায়ের রংয়ের সঙ্গে মানিয়ে লিপস্টিক বাছাই করা বেশ গুরুত্বপূর্ণ। নতুবা অনেক সময় লিপস্টিকের কারণে পুরো সাজটাই নষ্ট হয়ে যেতে পারে।ত্বকের সাথে মানানসই লিপস্টিকের রঙ না হলে ত্বকের উজ্জ্বলতা কমে যায় অনেকটাই। ত্বকের উজ্জ্বলতা এবং পুরো মুখটি ফ্রেশ দেখানোর জন্য ত্বকের সাথে মানানসই সঠিক রঙের লিপস্টিক বেছে নেয়া অনেক বেশি জরুরী। তাই আজ জেনে নিন আপনার ত্বকের সাথে লিপস্টিকের কোন রঙটি মানানসই হবে।
লালচে ফর্সা ত্বকের জন্যঃ লালচে ফর্সা ত্বকের ক্ষেত্রে সব চাইতে বেশি মানানসই হচ্ছে উজ্জ্বল রঙগুলো। যেমন উজ্জ্বল গোলাপি, কমলা এবং লাল। বিশেষ করে লাল এবং গোলাপি রঙের মধ্যে যতো শেড রয়েছে তার মধ্যে উজ্জ্বল রঙগুলো এই ত্বকের সাথে অনেক বেশি মানানসই।
সাদাটে ফর্সা ত্বকের জন্যঃসাদাটে ফর্সা ত্বক এমনিতেই একটু বেশি উজ্জ্বল দেখায়। তাই এই টোনের ত্বকের সাথে একটু ন্যাচারাল রঙের লিপস্টিক বেশি মানানসই হবে। যেমন হালকা গোলাপি, ন্যুড রঙ, বাদামী এবং একটু ন্যাচারাল গোলাপি ধরণের রঙের লিপস্টিক বেছে নিন।
শ্যামলা ত্বকের জন্যঃ গ্লসি লিপস্টিক বাদ দিয়ে গাঢ় ও উজ্জ্বল রংয়ের ম্যাট লিপস্টিক বেছে নিতে পারেন। বাদামি, চকলেট, বারগান্ডি, মেরুন বা কালচে লাল রংগুলো শ্যামলা ত্বকের জন্য উপযোগী। হালকা চোখের মেইকআপের সঙ্গে গাঢ় লিপস্টিক এ ধরনের ত্বকের ক্ষেত্রে বেশি মানিয়ে যায়।
****যদি চোখের সাজ বেশি হয়ে থাকে তবে হালকা গোলাপি এবং ওয়াটারমেলন পিংক বেছে নেওয়া যেতে পারে।
উজ্জ্বল শ্যামলা ত্বকের জন্যঃ চোখের সাজ হালকা হলে উজ্জ্বল গোলাপি বা কমলার শেইডগুলো বেছে নিতে পারেন। এছাড়া বিভিন্ন শেইডের লাল লিপস্টিক ব্যবহারের স্বাধীনতাও রয়েছে। তবে চোখের সাজ বেশি উজ্জ্বল দেখাতে চাইলে হালকা ও ন্যুড লিপস্টিক ব্যবহার করাই উচিত।
হালকা বাদামি ত্বকের জন্যঃ এ ধরনের ত্বকেও অনেক ধরনের রং মানিয়ে যায়। উজ্জ্বল গোলাপি, কমলা বা লালের শেইড বেছে নেওয়া যেতে পারে। হালকা লিপস্টিক বেছে নিতে চাইলে কোরাল এবং হালকা গোলাপি বেছে নেওয়া যেতে পারে।