কুয়াশাচ্ছন্ন শীতে তরুণীদের সাজ !!
শীতকে অনেক ক্ষেত্রে সাজ ও ফ্যাশনের ঋতু বলা হয়। এই শীতের রুক্ষতাকে মুছে দিয়ে নিজেকে সাজিয়ে নিন আকর্ষণীয় ও অন্যন্য রূপে। ঘাম ও তৈলাক্ত কম হওয়ার কারণে এ ঋতুতে সাজগোজ করে স্বস্তি পাবেন। নিজের লুক পরিবর্তন করতে পারবেন ইচ্ছেমত। শীতকে কেন্দ্র করে উৎসবের যেন শেষ নেই। আর যেখানে উৎসব সেখানে কমবেশি সাজগোজ, অনেকে শীতের রুক্ষতার কারণে সাজগোজ করতে ভয় পেয়ে থাকে। কিছু নিয়ম মেনে মেকআপ করলে পাবেন স্বস্তি। নিজেকে উপস্থাপনা করতে পারবেন সুন্দর স্নিগ্ধ রূপে।
১। শীতে বাইরের আবহাওয়া থাকে রুক্ষ তাছাড়া সূর্যের অতি বেগুনী রশ্মি আপনার ত্বককে ক্ষতি করতে পারে। বাহিরে যাওয়ার আগে বা মেকআপের আগে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নিবেন এতে আপনার ত্বকে ময়েশ্চারাইজারের কাজও করবে এবং সূর্য থেকে ত্বককে বাঁচাবে।
২। শীতে ত্বক শুষ্ক থাকে এ কারণে মেকআপ শুরুর আগে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন । আপনার ত্বক শুষ্ক হলে সেক্ষেত্রে অয়েল বেসড ময়েশ্চারাইজার লাগান। তৈলাক্ত ত্বকে হলে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ও কম্বিনেশন ত্বকের টি জোনে অয়েল ফ্রি এবং বাকি অংশে অয়েল বেসড ময়েশ্চারাইজার লাগান।
৩। চোখের সাজ আনেক বেশি গুরুত্বপূর্ণ। যার ফলে চোখের সাজে প্রাধান্য দিন। চোখের ওপরের পাতায় হালকা অ্যাশ (ছাই) বা বাদামি রংয়ের শ্যাডো দিতে পারেন। এক্ষেত্রে শ্যাডোর রং যতটা ন্যাচারাল হবে ততই ভালো। এরপর চোখের নিচে পছন্দ মতো রং, নীল, সবুজ, বেগুনি নিয়ে রেখা টেনে নিতে পারেন। কাজল পেন্সিল বা শ্যাডো যে কোনোটি ব্যবহার করা যেতে পারে।
শীতের কুয়াশা ঢাকা দিনে চোখে নীল রং বেশ ভালো মানাই। তাই চোখে নীল রঙের বিভিন্ন শেইড ব্যবহার করে নিতে পারেন। চোখের ভিতরের কোণায় হালকা রং দিয়ে গাঢ় শেইড ব্যবহার করুন। এতে চোখ দেখতে উজ্জ্বল ও বড় মনে হবে।
৪। ঠোঁটে হালকা গোলাপি বা বাদামি রংয়ের লিপস্টিক লাগাতে পারেন স্মকিআইয়ের সাথে গোলাপি ও পিচ রঙের লিপস্টিক বেশ মানানসই। স্ট্রেইট করে চুল ছেড়ে রাখতে পারেন বা চাইলে চুলের নিচের অংশে কার্ল করতে পারেন।
৬। হাল ফ্যাশনের অম্বরে লিপস্টিক স্টাইল বেশ জনপ্রিয়। এ স্টাইলে ঠোঁটের বাইরের লাইনগুলোতে ব্যবহার করা হয় গাঢ় রং আর মাঝখানে থাকে ওই শেইডেরই হালকা রং। শীতের পোশাকের সঙ্গে গাঢ় লাল রংয়ের লিপস্টিক ভালোই মানাবে। চাইলে অম্বরে স্টাইলেও লিপস্টিক দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে মেকআপ হতে হবে হালকা।
৭। শীতে চুল বাঁধা যেতে পারে ব্যালোরিনা স্টাইলে। উঁচু করে চুল উঠিয়ে খোপা করে নিন। চাইলে সামনের চুল খানিকটা পাফ করে নিন।
৮। নখে লাগাতে পারেন গাঢ় সবুজ, নীল, মেরুন, কালো বা লাইট রঙের নেইলপলিশ।