চোখের পাপড়ি বড় করার উপায়!
চেহারার মূল আকর্ষণই হল চোখ । খেয়াল করে দেখবেন চোখের পাপড়ি ও ভ্রূ বড় ও ঘন হলে দেখতে অনেক সুন্দর লাগে । চোখের পাপড়ি , ভ্রূ ঘন ও একটু বড় হলে পুরো চোখের আকারই বদলে যায়।একটি সময় ছিল যখন মেয়েরা ভ্রূ একেবারে চিকন করে প্লাক করতেন। তখনকার সাজগোজের একটি অংশ ছিল চিকন ভ্রূয়ের। কিন্তু বর্তমানের ফ্যাশন ট্রেন্ডে ঘন ভ্রূ চলছে।
এই চোখের পাপড়ি, ভ্রূ ঘন দেখানোর জন্য আমরা অনেক সময় মোটা করে মাশকারা, ফলস আইল্যাশ এবং আই ভ্রূ ব্যবহার করে থাকি । আর এসব করতে গিয়ে অনেক সময় আমাদের অনেক ঝামেলা সম্মুক্ষিন হতে হয় । আসুন জেনে নেওয়া যাক চোখের পাপড়ি ভ্রূ বড় ও ঘন করার কিছু পদ্ধতি ।
অলিভ অয়েলের ব্যবহার :
- একটি পুরাতন মাশকারার ব্রাশ পরিষ্কার করে নিন। রাতে ঘুমুতে যাওয়ার সময় মাশকারার ব্রাশ দিয়ে অলিভ অয়েলে ডুবিয়ে মাশকারা দেয়ার মতো চোখের পাপড়িতে লাগান।
- সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এভাবে নিয়মিত ব্যবহার করলে ২-৩ মাসের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন ।
- একই রূপে ক্যাস্টর অয়েল ও আমন্ড অয়েল ব্যবহার করতে পারবেন।
লেবুর খোসার ব্যবহার :
- অলিভ অয়েল বা আমন্ড অয়েলে লেবুর খোসা দিয়ে তা গরম করুন। ৩-৪ বার গরম করুন এবং লক্ষ্য রাখুন তেল যেনো ফুটে না যায়।
- এই তেলটি মাশকারা ব্রাশের সাহায্যে মাশকারা দেয়ার মতো চোখের পাপড়িতে লাগিয়ে নিন।
- পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।
পেট্রোলিয়াম জেলির ব্যবহার :
- চোখের পাপড়ির আকার বড় করার জন্য রাতে ঘুমুতে যাওয়ার আগে মাশকারার ব্রাশে পেট্রোলিয়াম জেলি মেখে মাশকারা দেয়ার মতো চোখের পাপড়িতে লাগিয়ে রাখুন।
- পুরো রাত এভাবে রেখে সকালে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।
তেলের ব্যবহার
- অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, আমন্ড অয়েল এবং নারকেল তেল সবগুলো তেলেই রয়েছে নারিশিং উপাদান। এছাড়াও প্রতিটি তেলেই রয়েছে ভিটামিন ই যা ময়েসচারাইজ করে ভ্রু।
- তাই প্রতিরাতে যেকোনো ১ টি তেল বা দু/তিনটি তেল একসাথে মিশিয়ে ভ্রু ম্যাসেজ করে ঘুমুতে যান।
- সকালে স্বাভাবিক ভাবে মুখ ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে পছন্দ মতো ঘন ভ্রু পেয়ে যাবেন।
- এরপর ভালো পার্লারে গিয়ে প্লাক করে নিলেই সমস্যার সমাধান।
ভেসলিনের ব্যবহার
- তেল ব্যবহার না করতে চাইলে ব্যবহার করতে পারেন ভেসলিন।
- দিনে দু তিনবার ভেসলিন আঙুলের মাথায় নিয়ে ভ্রু ম্যাসেজ করে নিন।
- বিশেষ করে ভ্রুয়ের যে অংশগুলো পাতলা সেদিকে ভালো করে ম্যাসেজ করুন।
- ভেসলিন ভ্রু ময়েসচারাইক ও কন্ডিশন করে। এতে করে ভ্রু হয় ঘন।
- ভালো ফলাফল পেতে নিয়মিত ব্যবহার করুন।