চোখে আনুন সুন্দর স্মোকি লুক!!
চোখের লুফে ফুটে ওঠে ব্যক্তিত্ব ও মনের ছাপ, তবে ঠিকমতো সাজাতে না পারলে সুন্দর চোখও অর্থহীন মনে হয়। তাই চোখ সাজাতে চাই বাড়তি সতর্কতা ও হালের ফ্যাশন সম্পর্কে জ্ঞান।

বর্তমান সময়ে চেহারার পাশাপাশি চোখের সৌন্দর্যও সমান গুরুত্বপূর্ণ। চোখ সাজানোর একটি পদ্ধতি হলো ‘স্মোকি আইজ’। এটি সব চেয়ে গ্ল্যামারাস এবং আকর্ষণীয়। এর বৈশিষ্ট্য হল যেকোন ধরনের চোখের শেপ এবং যে-কোনও গায়ের রঙে এমন স্মোকি-আইজ মানিয়ে যায়। অর্থাৎ, ফর্সা বা কালো যা-ই হোক না কেন, আপনি অসামান্যা হয়ে উঠবেন।
স্মোকি আইজ
সাধারণত স্মোকি আইজের ক্ষেত্রে কালো, ধূসর এবং চারকোল রঙের আইশ্যাডো ব্যবহার করা হয়। শুরুতেই একটা কথা মনে রাখা দরকার, প্রতিটি শেডের মিশ্রণকে ব্যবহার করতে হবে, যে কোনও একটি শেড দিয়ে স্মোকি আইজের লুক আনা যাবে না। এ ক্ষেত্রে কোনও সুস্পষ্ট লাইন চোখের ওপরে বা নীচে টানা যাবে না। আইশ্যাডোর সঙ্গে কোহ্লপেন্সিল এবং মাসকারা ব্যবহার করতে হবে।
জেনে নিন সম্পূর্ণ ভাবে ‘স্মোকি আইজ লুক’ কী ভাবে আনা যাবে :
—প্রথম ধাপ চোখের ওপরে, অর্থাৎ পাতায় আই বেস অথবা ফাউন্ডেশন লাগিয়ে নিতে হবে। খুব ভাল ভাবে সেটিকে মেশাতে হবে। এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, চোখের পাতাটি যেন অয়েলি বা তৈলাক্ত না হয়ে যায়।
—দ্বিতীয় ধাপ চোখের সম্পূর্ণ অংশটিতে মাঝারি টোনের আইশ্যাডো লাগাতে হবে।
—তৃতীয় ধাপ এ বার একটি চারকোল ব্ল্যাক বা স্ট্রং ব্ল্যাক আইশ্যাডোকে চোখের বাইরের কোণ থেকে আরম্ভ করে সম্পূর্ণ চোখের পাতায় মিলিয়ে দিতে হবে। চোখের বাইরের কোণটিতে বেশি পরিমাণে লাগিয়ে ক্রমশ শ্যাডোটিকে ভেতরের অংশে মেশাতে হবে এবং চোখের নীচের পাতায় বাইরের দিক পর্যন্ত একটি লাইন টেনে, সেই লাইনটিকে ক্রমাগত মেশাতে হবে ভেতরের দিকে।
—চতুর্থ ধাপ আইশ্যাডো লাগানো সম্পূর্ণ হয়ে গেলে কালো কোলপেন্সিলের একটি রেখা চোখের পাতা বরাবর টেনে দিতে হবে এবং ধীরে ধীরে মিশিয়ে স্মাজ করে নিতে হবে। কোহ্লপেন্সিল চোখের ওপরের পাতায় এবং চোখের নীচের পাতায় ও কোলে লাগিয়ে মেশাতে হবে, তার সঙ্গে ক্রমশ স্মাজ করতে হবে।
—পঞ্চম ধাপ ঘন মাসকারা চোখের পাতায় লাগানো অত্যন্ত আবশ্যক।
Recent Comments