ত্বক ভেদে ন্যাচারাল ফাউন্ডেশন
লিকুইড ফাউন্ডেশনঃ
লিকুইড ফাউন্ডেশন অনেক লাইটওয়েটের হয়ে থাকে এবং এটি খুব সহজে ত্বকের সাথে মিশে যায়। এর প্রয়োগ পদ্ধতিও অনেক সহজ। তাই এই লিকুইড ফাউন্ডেশন মেয়েদের কাছে বেশী জনপ্রিয়। বাজারে বিভিন্ন ধরনের লিকুইড ফাউন্ডেশন রয়েছে যা অয়েল বেজ বা ওয়াটার বেজ হয়ে থাকে। ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ফাউন্ডেশন বাজারে পাওয়া যায়।
শুষ্ক ত্বকের জন্যঃ
যে সমস্ত মেয়েদের ত্বক খুব বেশী শুষ্ক তারা অবশ্যই অয়েল বেজ ফাউন্ডেশন বাছাই করবেন। এই ধরনের ফাউন্ডেশন একটু পুরু হয় তাই ত্বকের আদ্রতা ও নমনীয়তা ধরে রাখে। এটি খুব সহজে ত্বকের সাথে মিশে যায় এবং একটা মসৃণ লুক দেয়।
তৈলাক্ত ত্বকের জন্যঃ
তৈলাক্ত ত্বকের জন্য অয়েল বেজ লিকুইড ফাউন্ডেশন অনুপযোগী। তাই লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করার আগে এটি ওয়েল ফ্রি বা ওয়াটার বেজ কিনা তা দেখে নিতে হবে।
নরমাল বা মিশ্র ত্বকের জন্যঃ
এই ধরনের ত্বকের জন্য ওয়াটার বেজ লিকুইড ফাউন্ডেশন অধিক উপযোগী। এটি
লাইটওয়েটের হয়ে থাকে এবং একটা মসৃণ লুক দেয়।
ক্রিম ফাউন্ডেশনঃ
ক্রিম ফাউন্ডেশন অনেকটা লিকুইড ফাউন্ডেশনের মতন। এটি আরেকটু গাঢ় হয়ে থাকে। সাধারণ ক্রিমের মতই ব্যবহার করা হয় বলে এটি ব্যবহার করা সহজ। এটি বেশী পুরু হওয়ার কারণে কভারেজও পুরু হয়ে থাকে। শুষ্ক ত্বকে এ ধরণের ফাউন্ডেশন ব্যবহার করা যায়। তবে শীতে অন্যান্য ত্বকে ব্যবহার করা যাবে।
তৈলাক্ত ত্বকের মেয়েরা এই ফাউন্ডেশন থেকে দূরে থাকুন।
অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্যঃ
ক্রিম ফাউন্ডেশন অতিরিক্ত শুষ্ক ত্বকের মেয়েদের জন্য উপযুক্ত। এই পুরু এবং ক্রিমি ফাউন্ডেশনটিতে ময়শ্চারাইজিং উপাদান যুক্ত থাকে, ফলে ত্বককে আদ্র রাখার পাশাপাশি ফুল কভারেজও দেয়। এই ত্বকে বেশী সময় ফাউন্ডেশন থাকে এবং মুখের উজ্জ্বলতা বজায় রাখে।
স্টিক ফাউন্ডেশনঃ
এই ধরনের ফাউন্ডেশন স্টিকের আকারে পাওয়া যায়। এটি লাগানোর অল্প সময়ের পর শুকিয়ে যায় এবং ম্যাট লুক দেয়। এটি মুখের দাগ ঢাকতে সাহায্য করে।
যাদের ত্বক নরমাল এবং শুষ্ক তারা এই ধরনের ফাউন্ডেশন থেকে দূরে থাকুন।
তৈলাক্ত ত্বকের জন্যঃ
তৈলাক্ত ত্বকের জন্য এটি একটি আদর্শ পছন্দ।
পাউডার ফাউন্ডেশনঃ
পাউডার ফাউন্ডেশন ২ ধরনের। লুজ পাউডার, প্রেস পাউডার। এই পাউডারগুলো অনেক
শুষ্ক থাকে, ফলে এতে কোনো আদ্রতা থাকে না । যারা খুব একটা মেকাপ করেন না তাদের জন্য এটি উপযুক্ত। এটি ব্যবহার করা সহজ এবং ন্যাচারাল লুক দেয়। এর সাথে অল্প পানি মিশিয়ে বানিয়ে ফেলুন লিকুইড ফাউন্ডেশনের ইফেক্ট। গরমের দিনের জন্য এটি খুব ভালো।
লুজ পাউডার ফাউন্ডেশনঃ
মেকাপ শেষে ফিনিশিং টাচ দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। এটি ব্যবহারে খুব সহজ। ব্রাশে একটু পাউডার ফাউন্ডেশন লাগিয়ে আলতো করে মুখে বুলিয়ে নিলেই হলো। তৈলাক্ত ত্বকের জন্য এটি ভালো।
প্রেস পাউডার ফাউন্ডেশনঃ
এই ধরনের ফাউন্ডেশন বিভিন্ন শেডের হয়ে থাকে। শুষ্ক স্পঞ্জের দ্বারা এটি মুখে লাগানো হয়। এটি সব ধরনে ত্বকের জন্য উপযুক্ত। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য ভালো। শুষ্ক ত্বক হলে আগে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলেই হবে।
ওয়াটার প্রূফ ফাউন্ডেশনঃ
গরম, বৃষ্টি ও আদ্র দিনে মেকাপের জন্য এই ধরনের ফাউন্ডেশন উপযুক্ত। এটি ত্বককে সতেজ রাখে। এটি সব ধরনে ত্বকের জন্য ভালো।
মুজ ফাউন্ডেশনঃ
প্রযুক্তিগত দিক থেকে মুজ ফাউন্ডেশন এখন সর্বশীর্ষে। এটি কভারেজও ভাল দেয়, সেই সাথে সব সময় সবখানে ব্যবহার করাও সহজ হয়। আর সব ধরণের ত্বকেও মানিয়ে যায় ভালভাবেই। এটি তৈলাক্ত ত্বকের জন্য আশীর্বাদ স্বরূপ। অনেকেই তৈলাক্ত ত্বকে ফাউন্ডেশন ব্যবহার করতে চান না,তাদের জন্যই বিশেষভাবে তৈরি এই মুজ ফাউন্ডেশন। এর গঠন অনেক মসৃণ হয়,তাই ত্বকের সাথে খুব সহজেই মানিয়ে যায়।
সব ধরনের ত্বকের জন্য এটি ভালো। বিশেষ করে শুষ্ক ত্বক এবং যাদের ত্বকে বয়সের ছাপ আছে তারা এটি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।