বাসায় বানিয়ে ফেলুন ” বিফ বল”

রেসিপি ” বিফ বল”

উপকরনঃ
গরুর গোশত হাফ কেজি,

জায়ফল ও জয়ত্রি বাটা আধা চা চামচ,
কাবাব মসলা ১ চা চামচ,

পেয়াজ কুচি পৌনে ১ কাপ,
কাচা মরিচ ও কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ,
বিট লবল ও ডিম একটি।

প্রণালী:
সব উপকরণ একসাথে মিশিয়ে বল আকারে তৈরি করে ডুবো তেলে সোনালি করে ভেজে তুলুন। সুদৃশ্য প্লেটে সাজিয়ে পরিবেশন করুন স্বাদের বিফ বল।।