সহজ উপায়ে দূর করুন বলিরেখা!
সারাদিন আয়নায় নিজের মুখ দেখছেন আর একের পর এক ফেসপ্যাক লাগিয়ে চলেছেন । কিন্তু কিছুতেই দূর হচ্ছেনা মুখের বলিরেখা । আর মনের বা কি দোষ! মাত্র ২৫ বছর বয়সে দেখাচ্ছে বছর ৩৫-এর মহিলা । বয়স না হওয়ার পরও মহিলার মতো দেখানো, এটা অনেক মেয়ের সমস্যা । তাই বলা হয় সঠিক সময়ে সঠিক কাজ করতে । কিন্তু এখনও সময় পেরিয়ে যাইনি নিয়মিত ত্বকের যত্ন আপনাকে ত্বকে ফিরিয়ে দেবে তারুন্যময় স্বাস্থ্য উজ্জ্বল ত্বক । আর ঘরে বসেই আপনি মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে । কিভাবে আসুন দেখে নেওয়া যাক:
১. ডিমের কুসুমটি বাদ দিয়ে সাদা অংশটি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আপনার ত্বকের ম্যাসাজ করতে পারেন । তারপর ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন, শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন । ডিমের সাদা অংশে যে ভিটামিন বি এবং ভিটামিন ই আছে তা আপনার ত্বকের তারুন্য ফিরিয়ে আনতে সাহায্য করবে ।
২. লেবুর রস মুখে লাগাতে পারেন । লেবু রসের অ্যাসিডিটি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং বলিরেখা কমিয়ে তুলতে সাহায্য করবে ।
৪. অ্যালোভেরাও একটি উপকারি উপাদান যা ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে । অ্যালোভেরা জেল ত্বকের বলিরেখার উপরে লাগিয়ে রাখুন উপকার পাবেন ।
৫. এছাড়া রয়েছে ঘরোয়া উপায়ে প্যাক তৈরি করেও লাগাতে পারেন । সেক্ষেত্রে আপনাকে ২ টেবিল চামচ কমলার রস, ১ টেবিল চামচ মধু, চার টেবিল চামচ বেসন দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে । আর এই মিশ্রণ বানিয়ে সপ্তাহে অন্তত ৪-৫ বার মুখে জাগান । এটি আপনার ত্বক থেকে বলিরেখার চিহ্ন দূর করতে সাহায্য করবে ।
তাছাড়া নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং-এর মাধ্যেমে আপনি পাবেন স্বাস্থ্য উজ্জ্বল, কোমল, মসৃণ ত্বক ।