শীতে মেয়েদের স্টাইলিশ পোশাক!!
কনকনে শীতেও মেয়েরা পিছিয়ে নেই পোশাকের স্টাইল নিয়ে। মেয়েদের পোশাক স্টাইল বর্তমানে তরুণীরা বেশি পছন্দ করে মোটা কাপড়ের টপস, লেগিংস আর বাহারি ডিজাইনের কার্ডিগান। শাড়ির ক্ষেত্রে শাড়ির সঙ্গে মিল রেখে শালও পারতে পারেন। টি-শার্ট বা শার্ট পরলে ওপরে পরতে পারেন হাতাকাটা সোয়েটার। অথবা একটু ঢিলেঢালা পুলওভার ব্লেজার।
– মেয়েদের সোয়েটারে ডিজাইনে যোগ হয়েছে নানান ধরনের কাট। দৈর্ঘ্য বেশি, সোয়েটারের গলায় ওভারফ্লিপ ডিজাইন বেশি চলছে। এখন হাল ফ্যাশানে সম্পূর্ণ আঁটসাঁট নয় একটু ঘের দেওয়া ও ঢোলা শীত পোশাকের চল বেশ লক্ষ করা যাচ্ছে। তবে প্যান্ট বা জিন্সের সঙ্গে পড়তে পারেন ব্লেজার ও কোট। তাছাড়া উলের তৈরি কার্ডিগান, ফুল ও কোয়ার্টার হাতার ক্যাজুয়াল ব্লেজার, সোয়েটার, পাতলা চাদর ইত্যাদিসহ নানা ধরনের পোশাকের দেখা মিলবে। নিজের পছন্দমত আরামদায়ক শীতের পোশাকটি বেছে নিন।
ঋতু শীত হোক বা বসন্ত হোক সেটা ব্যাপার না প্রকৃতির সাথে নিজেকে কীভাবে মানিয়ে নিচ্ছেন সেটাই বরং মুখ্য ব্যাপার। নিজেকে সুন্দর ও পরিপাটিভাবে অন্যের কাছে উপস্থাপনা করাটাই মূলত প্রকৃত সৌন্দর্য আর এই সৌন্দর্যকে বাড়িয়ে দিতে করতে পারেন হালকা মেকআপ ও সাজগোজ।