কিভাবে করবেন চকলেট ফেসিয়াল!!

দৈনন্দিন জীবনে চলাফেরায় আমাদের ত্বকে ধুলাবালির আস্তরণ জমে। এর ফলে হয় ব্রণ। ত্বকের এই ধুলো ময়লা বের করার জন্য দরকার ত্বকের গভীর ভাবে পরিস্কার।আর জন্য ফেসিয়াল খুবই কার্যকরী।পার্লারে না গিয়ে ঘরে বসেও করা যায় ফেসিয়াল। এরকমই একটি হল চকলেটে ফেসিয়াল।

যেভাবে বাসায় চকলেট ফেসিয়াল করবেন:

১। ত্বক পরিষ্কার করা

ফেসিয়ালের প্রথম ধাপ হল ত্বক পরিষ্কার করা। দুধ অথবা ক্লিনজার দিয়ে ত্বক ভাল করে পরিষ্কার করুন।

২। স্ক্রাব করা

ত্বক পরিষ্কার করার পর ত্বক স্ক্রাব করার প্রয়োজন পড়ে।

১ টেবিল চামচ অলিভ অয়েল, ব্রাউন সুগার, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স কোকো পাউডারে ভালো করে মিশিয়ে নিন। এবার চক্রাকারে ম্যাসাজ করুন।

তৈলাক্ত ত্বকের জন্য কোকো পাউডার ও পানির সাথে ২ চা চামচ লবণ এবং ১ চা চামচ দুধ মিশিয়ে নিন। ১০ মিনিট ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৩। টোনার ব্যবহার করুন

এরপর ত্বকে টোনার ব্যবহার করুন। এটি ত্বকে খুলে যাওয়া ছিদ্রগুলো বন্ধ করতে সাহায্য করে। গোলাপজল ভাল টোনার হিসেবে কাজ করে থাকে।

৪। ফেসপ্যাক ব্যবহার

তৈলাক্ত ত্বকের জন্য লেবুর খোসার গুঁড়ো, টকদই এবং চকলেটের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এটি ত্বকে ব্যবহার করুন।৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। লেবুর খোসার পরিবর্তে লেবুর রস নিতে পারেন।

২ টেবিল চামচ চকলেট গুঁড়ো, ১ টেবিল চামচ মধু এবং ৪ টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। প্রথম স্টিম করে ত্বকের ছিদ্রগুলো খুলে ফেলুন তারপর প্যাক লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী।

টোনার ব্যবহারের পর ত্বকের ধরণ অনুযায়ে যেকোন একটি প্যাক ব্যবহার করুন। ব্যস হয়ে গেল আপানর চকলেট ফেসিয়াল।

এছাড়া বলিরেখা দূর অথবা অ্যান্টি এজিং রোধের জন্য ১ চা চামচ কোকো পাউডার, ২ চা চামচ চায়ের লিকারের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন, এর সাথে ১ চা চামচ কাঁচা দুধ মেশান। ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকে বলিরেখা পড়া রোধ করে।