তেতুলের টক ঝাল মিষ্টি আচার!

তেতুলের টক ঝাল মিষ্টি আচার,,,,

উপকরণ:

তেতুল – ১/২ কেজি
গুড় – ১/২ কেজি
লবন – সাদ মতন
পাচ ফোড়ন – ১ টেবিল চামচ
লাল মরিচের গুড়া – সাদ মতন ( আমি বেশি ঝাল খাই দেখে আমি ৪ চা চামচ দিয়েছি)
ধনে গুড়া – ২ চা চামচ
জিরা গুড়া – ১ চা চামচ
সাদা সিরকা – ১/২ কাপ
সরিষা তেল – ১ কাপ
রসুন কুচি – ৩ টেবিল চামচ

প্রণালী:

১.তেতুলকে ২ ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখে তার থেকে আশগুলা বের করে নিয়ে চটকিয়ে রাখতে হবে।

২. একটা পাতিল নিয়ে তাতে সরিষার তেল গরম করে তাতে সব মসল্লা এবং রসুন কুচি নিয়ে কষাতে হবে।

৩.কষানোর পরে তেতুলগুলা ওগুলার মাঝে দিয়ে দিতে হবে এবং অন্তত ৫ মিন সেটা কে কষাতে হবে।

৪.কষানোর পরে গুড় আর লবন দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে।

৫.একটু সিরকা দেওয়া যেতে পারে যদি মাখা মাখা না করতে চান।