ত্বকের যত্নে চকলেটের কামাল!!

ত্বকের উজ্জ্বলতা ধরে রেখে ত্বক সুস্থ রাখতে ফেসিয়াল অনেক গুরুত্বপূর্ণ। ত্বকের ভেতরে যে সকল ময়লা আটকে থাকে, সেসব ময়লা সহজে পরিষ্কার করা সম্ভব হয় না। ময়লা আর অতিরিক্ত তেল একত্রিত হয়ে হোয়াইটহেডস, ব্ল্যাকহেডসহ ত্বকের নানা ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়া ত্বকের নানা ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে ফেসিয়াল বেশ কার্যকর। পার্লারে বিভিন্ন ধরণের ফেসিয়াল করা হয়,যেমন হারবাল ফেসিয়াল, ফ্রুট ফেসিয়াল, ফ্লাওয়ার ফেসিয়াল ইত্যাদি। দেখে নিন ভিন্নধর্মী চকলেট ফেসিয়ালের উপকার।

চকলেট ফেসিয়াল কেন উপকারী:

চকলেটে উপস্থিত উপাদান সমূহ ত্বকের জন্য বেশ ভালো। এটি ত্বককে সুস্থ ও উজ্জ্বল করে। ডার্ক চকলেটের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বককে রেডিকেল ড্যামেজ থেকে রক্ষা করে।

_ নিয়মিত ডার্ক চকলেট খেলে ত্বক ভেতর থেকে সুন্দর হয়। ত্বক আস্তে আস্তে উজ্জ্বল হয়। ত্বকে আদ্রতা বজায় থাকে।

_ ডার্ক চকলেটে রয়েছে ফ্লাভানলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা অতিরিক্ত সূর্যের তাপে ক্ষতিগ্রস্ত প্রভাব থেকে ত্বক সারিয়ে তুলতে সহায্য করে। তাছাড়া ত্বকের জলের অভাব দূর করতেও ডার্ক চকলেট উপকারি।

_ ডার্ক চকলেট ত্বক পরিষ্কারক হিসেবেও খুব উপকারী। এটি ত্বকের মৃত কোষ তুলে কোষের স্বাভাবিক স্থিতি বজায় রাখে।

_ চকলেটে ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ বা প্রদাহ রোধকারী উপাদান আছে। তাই এটি শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য খুব উপকারী।
ত্বক কোমল ও নমনীয় রাখার জন্য চকলেটের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। চকলেটের ফেস প্যাক ব্যবহার করলে ত্বকে রঙের অসমতা দূর হয়। এর সঙ্গে ত্বকের বলিরেখা দূর হয়।

_ ডার্ক চকলেটে আছে ক্যাফেইন, যা স্কিনকে ভেতর থেকে পিউরিফাই করে। রক্তকে ভেতর থেকে পরিষ্কার করে যার ফলে স্কিন উজ্জ্বল হয়।

_ স্ট্রেসের কারণে অনেক সময় ত্বকের উজ্জ্বলতা কমে যায়। ত্বক হয়ে যায় রুক্ষ।চকলেট ফেসিয়াল করার ফলে স্ট্রেস কমে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে।