ফাউন্ডেশনের রকম ভেদ

আমরা সবাই কম বেশী সাজতে ভালবাসি। সাজগোজের ক্ষেত্রে প্রথমে যে নামটি আসে সেটা হলো ফাউন্ডেশন। আর সেই ফাউন্ডেশন সম্পর্কে জানা থাকলে নিজেকে আরো সুন্দর করে সাজানো যায়। বাজারে নানা রকমের ফাউন্ডেশন পাওয়া যায়। এর মধ্যে রয়েছে
লিকুইড,স্টিক,ক্রীম,মুজ,ম্যাট,পাউডার,সিসি ইত্যাদি।

লিকুইড ফাউন্ডেশনঃ

 বাজারে প্রথম লিকুইড ফাউন্ডেশনই আসে। এর প্রচলন হল, চিরাচরিত একটা রূপ। লিকুইড ফাউন্ডেশন থেকেই আজ এতরকমের ফাউন্ডেশনের চলন প্রকাশ পেয়েছে। লিকুইড ফাউন্ডেশনও ভিন্ন ভিন্ন ত্বকের জন্য বিশেষ ভাবে তৈরি হয়। তাই এটা বিভিন্ন রকমের হয়ে থাকে। লিকুইড হওয়ার কারণে এটি ব্যবহার করা অনেক সহজ। তবে এটি শুষ্ক ও মিশ্র ত্বকের জন্য আদর্শ হলেও, তৈলাক্ত ত্বকের জন্য কিছুটা অনুপযোগী। এটি ব্যবহারের কিছু সময় পরে ত্বককে আরো তেলতেলেভাব দেখা দেয়। তাই ফাউন্ডেশনের গায়ে ওয়েল ফ্রি কথাটা দেখে ফাউন্ডেশন নির্বাচন করতে হবে। 

ক্রিম ফাউন্ডেশনঃ

 ক্রিম ফাউন্ডেশন অনেকটা লিকুইড ফাউন্ডেশনের মতন। এটি আরেকটু গাঢ় হয়ে থাকে। সাধারণ ক্রিমের মতই ব্যবহার করা হয় বলে এটি ব্যবহার করা সহজ। শুষ্ক ত্বকে এ ধরণের ফাউন্ডেশন যেকোনো সময় ব্যবহার করা যায়। তবে তৈলাক্ত ত্বকের জন্য এটি পরিহার করাই শ্রেয়।

পাউডার ফাউন্ডেশনঃ 

আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বাজারে এসেছে পাউডার ফাউন্ডেশন। এটি ব্যবহার করা যেমন সহজ,তেমনি সময়ও লাগে কম। তাই এই ব্যস্ত জীবনে পাউডার ফাউন্ডেশনের জনপ্রিয়তা প্রচুর। আর এর সাথে সামান্য পানি মিশিয়ে ব্যবহার করলে এতে পাওয়া যায় লিকুইড ফাউন্ডেশনের ইফেক্ট। তবে এতে কভারেজ পাওয়া যায় একটু কম। পাউডার ফাউন্ডেশন সব ধরণের ত্বকে মানানসই, তবে শুষ্ক ত্বক হলে আগে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে ভালো। গরমের দিনে এর ব্যবহার সবচেয়ে উল্লেখযোগ্য।

মুজ ফাউন্ডেশনঃ

 প্রযুক্তিগত দিক থেকে মুজ ফাউন্ডেশন এখন সর্বশীর্ষে। এটি কভারেজও ভাল দেয়, সেই সাথে সব সময় সবখানে ব্যবহার করাও সহজ হয়। আর সব ধরণের ত্বকেও মানিয়ে যায় ভালভাবেই। এটি তৈলাক্ত ত্বকের জন্য আশীর্বাদ স্বরূপ। অনেকেই তৈলাক্ত ত্বকে ফাউন্ডেশন ব্যবহার করতে চান না,তাদের জন্যই বিশেষভাবে তৈরি এই মুজ ফাউন্ডেশন। এর গঠন অনেক মসৃণ হয়,তাই ত্বকের সাথে খুব সহজেই মানিয়ে যায়।

স্টিক ফাউন্ডেশনঃ

 স্টিক ফাউন্ডেশনের অসুবিধা হচ্ছে এটি লাগানোর কিছুক্ষণের মধ্যেই কেকি হয়ে যায় ,আর সাদা সাদা হয়ে ত্বক খারাপ দেখায়। তাই তৈলাক্ত ত্বকের জন্য এটি অনুপযোগী। তবে এটি শুষ্ক ত্বকের জন্য বেশ ভাল। অনেক ভারী মেকআপ নিতে গেলে স্টিক ফাউন্ডেশন ব্যবহার করা হয়।

প্যান কেকঃ 

প্যান কেক এক ধরণের ফাউন্ডেশন। এটি পাউডারর মত থাকে এবং ভেজা স্পঞ্জ দিয়ে ব্যবহার করতে হয়। পার্লারে এর ব্যবহার বেশি দেখা যায়। এতে নানা ধরণের ক্ষতিকর কেমিকেল থাকে, যার মাত্র একবার ব্যবহারই ত্বকের ক্ষতিকর প্রভাব পড়ে। তাই পারতপক্ষে এটি ব্যবহার না করাই ভালো।