রং করা চুলকে সুন্দর ও ঝলমলে রাখার জন্য চাই বাড়তি যত্ন !!

চুল রং করা এখন ফ্যাশনের অংশ হয়ে উঠেছে। রং করা চুলের প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। রং চুল যত্ন নেওয়ার উপায় জেনে নিন।

ফ্যাশন সচেতন নারীরা প্রায়ই চুল রং করে থাকেন। কখনও বাদামী, কখনও লাল, আবার কখনও গোলাপি- নানান রঙে চুলকে রাঙিয়ে থাকেন রমণীরা। রং করা চুলের জন্য প্রয়োজন পড়ে বাড়তি যত্নের। যত্নের অভাবে রং করা চুল দেখা দেয় নানান সমস্যা। রং করা চুলের যত্ন-আত্তি নিয়ে আমাদের আজকের আয়োজন।

১। ভালো মানের হেয়ার কালার ব্যবহার করা

চুল হাইলাইট করুন কিংবা সম্পূর্ন চুল কালার করুন, সব ক্ষেত্রেই ভালো ব্র্যান্ডের হেয়ার কালার চুলে ব্যবহার করুন। অজানা ব্র্যান্ডের হেয়ার কালার আপনার চুলের ক্ষতিই করবে না শুধু, এর থেকে ভালো কোনো ফলও আপনি পাবেন না। সিলিকন অথবা অ্যালুমিনিয়াম মিশ্রিত কোনো রং ব্যবহার করবেন না। এটি চুলের রং দীর্ঘদিন স্থায়ী করে না।

২। কালার প্রোটেকটিং শ্যাম্পু

চুল রং দীর্ঘ সময় ধরে রাখতে কালার প্রোটেকটিং শ্যাম্পু ব্যবহার করুন। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের কালার প্রোটেকটিং শ্যাম্পু পাওয়া যায়। তবে শ্যাম্পু কেনার আগে লক্ষ্য রাখবেন শ্যাম্পুতে যেন সালফেট উপাদান না থাকে।

৩। বার বার চুল রং করা

অনেকেই আছেন, যারা কিছুদিন পরপর চুলে রং করান। এটা না করালেই ভালো। অনেকের চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, যার কারণে গোড়া থেকে ওঠা চুলগুলোর সঙ্গে রং করা চুলগুলোর রঙের পার্থক্য পাওয়া যায়। সেজন্য সম্পূর্ণ চুলে আবার রং করে থাকেন। এই কাজটি করা থেকে বিরত থাকুন। সম্পূরর্ণ চুল রং না করে শুধু চুলের নতুন অংশটি রং করুন।

৪। ঠান্ডা পানি ব্যবহার করুন

গরম পানি চুলের রঙয়ের ক্ষতি করে থাকে। গরম চুল চুলের রং হালকা করে দেয়। তাই গরম পানির পরিবর্তে রং করা চুল ধোয়ার ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করুন। এটি চুলের রং দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে।

৫। সূর্যের আলো থেকে দূরে রাখুন

চুলের রং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রোদের আলোতে। চেষ্টা করুন সূর্যের আলো থেকে চুলকে দূরে রাখার। রোদ নিরোধক সিরাম চুলে ব্যবহার করতে পারেন। এ ছাড়া চুলের স্কার্ফ অথবা ছাতা চুল ঢাকার জন্য সব সময় ব্যাগের মধ্যেই রাখুন।

৬। তাপ থেকে দূরে থাকুন

রং চুল যেকোনো প্রকার তাপ যেমন ব্লো ডাই, কার্ল অথবা স্ট্রেইট করা থেকে বিরত থাকুন। তাপ চুলের রং হালকা করে দিতে পারে। রং করা চুল সাধারণ স্টাইলে বাঁধার চেষ্টা করুন।

৭। তেল ব্যবহার করুন

তেল চুলের পুষ্টি যোগায়। রং করা চুলে তেল আরো বেশি প্রয়োজন। ঘন ঘন চুলে তেল ব্যবহার করুন। রাতে কুসুম গরম তেল মাথায় ম্যাসাজ করে লাগান। পরের দিন চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি চুল ময়শ্চারাইজ করে চুলের রুক্ষতা দূর করবে।