গরমে বেশ ভূষণ!!

গরমের রকমের যেন শেষ নেই এ দেশে। চৈত্রের কাঠফাটা রোদ, পরপরই কাঁঠাল পাকা গ্রীষ্ম। আরও আছে পিচ গলা জ্যেষ্ঠ কিংবা তাল পাকা ভাদ্র। গরমে নিত্যদিনের ফ্যাশন করতে গিয়ে নাজেহাল অবস্থা হয়। কোন কাপড়ে পাওয়া যায় একটু আরাম।
আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গন বরাবরের মতোই প্রাধান্য পায় বিশ্বের প্রায় সব দেশের ফ্যাশনে। মেয়েদের সামার ক্যাজুয়াল কালেকশনে দেখা যায় ঢোলা, পাতলা, নরম কাপড়।

তবে প্যাটার্নে থাকে নতুনত্ব। আন্তর্জাতিক অঙ্গনের কিছু ক্ল্যাসিক ফ্যাশন আমাদের দেশের ক্যাজুয়ালে প্রবেশ করেছে নতুনভাবে। আবার ফ্যাশন ক্যাপিটাল নিউইয়র্ক, লন্ডন, মিলানের ট্রেন্ড রয়েছে চলতি দেশীয় ফ্যাশনে। সাধারণত ভার্সিটি, স্কুল-কলেজ পড়ুয়া ফ্যাশন সচেতনদের কথা মাথায় রেখেই করা হয় এমনসব ডিজাইন। ট্রেন্ডি এই ড্রেসআপেই হচ্ছে ভার্সিটির ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি। প্যাটার্নের বড় পরিবর্তন দেখা যায় এসব ডিজাইনে। বডি-বটম একসঙ্গে মেলানো জাম্প স্যুটের প্যাটার্ন দেখা যায় সামারের ক্যাজুয়াল ড্রেসে। ট্রেন্ডি টপস এখন তরুণীদের কাছে খুবই জনপ্রিয়। গরমে তা পরা যেমন আরামদায়ক, তেমনি ফ্যাশনেবল লুক এনে দেয়।

একটু লং টপস অথবা নেকে রেগলানের প্রচলনও দেখা যায় বেশ। কখনও রেগলান সরাসরি দেখা যায় টপসের কাটিংয়ে। কখনও তা মোডিফাই করে বসানো হয় ডিজাইনে। মেয়েদের শার্ট, টপসে গেদার এবং ডার্টের বিশদ ব্যবহার ডিজাইনকে এখন আরও আধুনিক করে দিয়েছে। এ ধরনের পোশাকের ক্ষেত্রে সাদা বা তার কাছাকাছি রঙের প্রাধান্য রয়েছে বেশ। তবে গরমে শুধুই সাদা বা তার কাছাকাছি রঙ পরতে হবে এমন কোনো কথা নেই। এ সময় মেয়েদের ট্রেন্ডি রঙের মধ্যে আরও জায়গা করে নিয়েছে লাল, কমলা, হালকা সবুজ, হলুদের মতো রঙ।
ছেলেদের জন্য পোলো শার্ট গরমের জুতসই জামা। তবে অবশ্যই তা ফুলহাতা নয়। পোলো শার্টের কাপড় হোক খুবই মসৃণ ও পাতলা। আমাদের দেশে কটনের চল সবচেয়ে বেশি। তাই পাতলা কটনের পোলো বেছে নিতে হবে। কিন্তু হওয়া চাই তা স্টাইলিশ ও ট্রেন্ডি। পোলো অধিকাংশ ক্ষেত্রেই একরঙা মানানসই। তবে স্ট্রাইপেরও ফ্যাশন উপযোগী। পোলোর বাটন ডিজাইনে বড় ভূমিকা রাখে। বাটনগুলো একটু মোটা ও কাপড়ের বিপরীত কোনো রঙের হলে তা হাল ফ্যাশনে বেশি মানাবে। রঙের ক্ষেত্রে হালকা রঙ প্রাধান্য পেতে পারে এই গরমে। তবে এখন রঙিন পোলোও বেশ প্রচলিত। পোলো হতে পারে ভিনটেজ লুকের। তবে পোলো শার্টেই দেখা যায় ভিনটেজ লুকের অনেক রকম ও ধরন। সেটা আসতে পারে একটু পুরনো হয়ে যাওয়া কোনো জনপ্রিয় সিনেমা বা জনপ্রিয় কোনো সিরিজ থেকেও। মোটকথা এই লুকে গল্প রচনা হয় পুরনোকে নতুন চোখে দেখে। আর তা হতে পারে কোনো সংস্কৃতিকেন্দ্রিক। আর ফ্যাশনের শিকড়ে রয়েছে এমন অনেক সংস্কৃতির গল্পও। পুরনো আর হারিয়ে যাওয়া সংস্কৃতিও ফিরে আসে পোলো শার্টে। ফিরে আসে ভিনটেজ লুকে।
মেয়ে বা ছেলের ক্যাজুয়াল প্যান্ট আলাদা করে ঠিক বলা যায় না। তবে একই প্যান্টের মধ্যে বেছে নিন পাতলা গড়নেরটা। প্যান্ট বা বিভিন্ন ট্রাউজারের আছে কয়েক পদ। যারা শুধু ট্রাউজার বলতে স্পোর্ট ট্রাউজার বোঝেন তাদের ধারণা ভুল। মোবাইল প্যান্টও এ রকম ট্রাউজারের মধ্যেই পড়ে। জিন্সও তাই। আবার গ্যাবার্ডিনও। মেয়েদের বেলায়ও একই রকম। তাই পরিবেশ বুঝে পরতে পারেন বিভিন্ন রকমের ট্রাউজার। বাসার জন্য একদম পাতলা সুতি কাপড়ের ট্রাউজার নিন। ক্লাস, কর্মক্ষেত্রে মোবাইল প্যান্ট, কার্গোর মতো প্যান্ট না গেলে চিনোস নিন। তা সেমি ফরমাল লুক টিকিয়ে রাখবে আবার ক্যাজুয়াল পরার আরামও দেবে। অ্যাশ, খাকি, বিস্কিট কালারের মতো হালকা রঙের চিনোস এখন ফ্যাশনে ইন।