ত্বকের জন্য মুলতানি মাটি!!

ত্বক পরিষ্কার করে উজ্জ্বল দীপ্তিময় করে তুলতে অনেক আগে থেকেই চলে আসছে মুলতানি মাটির ব্যবহার। ব্রণের দাগ কমিয়ে আনা, রোদেপোড়া তামাটে ভাব দূর করা এমনকি খুব কোমোল এক্সফলিয়েটর হিসেবেও নিশ্চিন্তে ব্যবহার করা যায় মুলতানি মাটি। চলুন দেখে নিই ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে মুলতানি মাটির কয়েকটি ফেসপ্যাক তৈরির প্রণালী।

প্রাচীনকাল থেকে হলুদের পাশাপাশি ত্বকের যত্নে মুলতানি মাটি ব্যবহার হয়ে আসছে। মুলতানি মাটি ত্বকের কালো দাগ, ব্রণের দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। শুধু তাই নয় এটি বেশ ভাল পরিষ্কারক হিসেবে কাজ করে। এটি ত্বকের তেল, ময়লা, মৃত কোষ দূর করে। মুলতানি মাটির কার্যকরী কিছু ফেসপ্যাক নিয়ে আজকের এই ফিচার।

১। মুলতানি মাটি এবং গোলাপ জল

এক কাপ (ছোট) মুলতানি মাটি এবং দুই টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর প্যাক শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য বেশ উপকারী। ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বক নরম কোমল করে তোলে।

২। মুলতানি মাটি এবং টকদই

দুই-তিন টেবিল চামচ মুলতানি মাটি, এক টেবিল চামচ টকদই, আধা টেবিল চামচ লেবুর রস এবং এক চিমটি হলুদের গুঁড়ো নিন। সব উপকরণ একসাথে মিশিয়ে মুখে ২০ মিনিট লাগিয়ে অপেক্ষা করুন। তারপর শুকিয়ে গেলে ঠান্ডা অথবা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৩। কাজুবাদাম ও মুলতানি মাটির ফেসপ্যাক

তিন- চারটি কাজু বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে বাদামগুলো পিষে নিন। কাজুবাদামের সাথে সামান্য মুলতানি মাটি মেশান। এর সাথে সামান্য পরিমাণ দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। শুষ্ক ও নিস্তেজ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং ত্বককে নরম করতে সাহায্য করবে এই প্যাকটি।

৪। মুলতানি মাটি এবং টমেটোর রস

দুই টেবিল চামচ মুলতানি মাটি, এক টেবিল চামচ টমেটোর রস এবং এক চা চাচম চন্দন গুঁড়ো একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরসাথে এক চিমিটি হলুদের গুঁড়ো মেশান। মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ১ বার ব্যবহার করুন।

৫। মুলতানি মাটি এবং পুদিনা পাতা

এক টেবিল চামচ মুলতানি মাটি, এক টেবিল চামচ পুদিনা পাতার গুঁড়ো এবং এক টেবিল চামচ টকদই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন। ২০ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্রণ এবং ত্বকের দাগ দূর করতে এটি বেশ কার্যকর।