এবার চুল পড়া সমস্যার সমাধান !

#চুল_পড়া_বন্ধের_উপায়,
হোমমেড তেল তৈরি ও ব্যবহারের পদ্ধতি

#উপকরণঃ
তুলসী পাতা, আমলকী কুচি, ১ টা পেয়াজ,
১ চামচ সরিষার তেল

তৈরির পদ্ধতিঃ
—তুলসী, আমলকী, পেয়াজ ধুয়ে নিতে হবে।
তারপর কুচি করে ব্লেন্ড করতে পারেন বা শিল-পাটায়
বেটে নিতে পারেন।
এবার ছাকনি বা পাতলা কাপড়ে ছেকে নিয়ে রসটা আলাদা করে নিতে হবে একটা বাটিতে। এবার ১ চামচ
সরিষার তেল রসটার মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে।

★যাদের চুল এমনিতে সবসময়ই অয়েলি থাকে তারা কোনো তেল ই দিবেন না।

#ব্যবহারের_পদ্ধতিঃ
চুলের গোড়ায় লাগাতে হবে মিক্স
করা রসটা। চুলের গোড়ায় লাগানো হয়ে গেলে বাকিটা
চুলে লাগিয়ে নিবে। লাগানোর পর আঙুল দিয়ে আলতো করে ম্যাসেজ করবেন ৫ মিনিট।
১ ঘন্টা রাখতে হবে, তারপর ধুয়ে ফেলবেন।
এভাবে সপ্তাহে অন্তত ৬ দিন লাগাবেন, আর শ্যাম্পু
করবেন ৩ দিন।

আরো টিপস পেতে আমাকে ফলো বা রিকুয়েস্ট দিয়ে পাশে থাকুন